০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

পুলিশের সামনে সংবাদকর্মীর ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

  • আপডেট: ০৯:৫০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ১৮০০১

পুলিশের সামনে সংবাদকর্মীর ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

 

আব্দুন নুর আজাদ

ঠাকুরগাঁও

 

সংবাদ সংগ্রহের সময় পুলিশের সামনেই এক সংবাদকর্মীর ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর ও হুমকির অভিযোগ উঠেছে। পুলিশের উপস্থিতিতে এমন দুঃসাহসিক হামলার ঘটনায় জেলার সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী গ্রামে। একটি ঘটনার তদন্তে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে সংবাদ সংগ্রহের জন্য কয়েকজন সংবাদকর্মীও সেখানে উপস্থিত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই এক ব্যক্তি সংবাদ সংগ্রহরত অবস্থায় এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারী সাংবাদিকের হাতে থাকা মোবাইল ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে। ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও অভিযুক্ত ব্যক্তি কৌশলে পুলিশের হাত থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী সংবাদকর্মী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার প্রতিবাদে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে হামলাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং ভবিষ্যতে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পুলিশের সামনে সংবাদকর্মীর ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

আপডেট: ০৯:৫০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

পুলিশের সামনে সংবাদকর্মীর ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

 

আব্দুন নুর আজাদ

ঠাকুরগাঁও

 

সংবাদ সংগ্রহের সময় পুলিশের সামনেই এক সংবাদকর্মীর ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর ও হুমকির অভিযোগ উঠেছে। পুলিশের উপস্থিতিতে এমন দুঃসাহসিক হামলার ঘটনায় জেলার সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী গ্রামে। একটি ঘটনার তদন্তে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে সংবাদ সংগ্রহের জন্য কয়েকজন সংবাদকর্মীও সেখানে উপস্থিত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই এক ব্যক্তি সংবাদ সংগ্রহরত অবস্থায় এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারী সাংবাদিকের হাতে থাকা মোবাইল ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে। ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও অভিযুক্ত ব্যক্তি কৌশলে পুলিশের হাত থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী সংবাদকর্মী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার প্রতিবাদে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে হামলাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং ভবিষ্যতে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।