০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

“লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত”

  • আপডেট: ১০:৩৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / ১৮০১০

“লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত”

 

মোঃ রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক:

 

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করতে পারলে আসন্ন জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

 

আজ ৭ জানুয়ারি (বুধবার) বিকাল ৩টায় তার নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

 

সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে ডা.তাহের বলেন, একই আইন ও একই মামলায় ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দিয়ে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, যা বৈষম্যমূলক। তিনি অভিযোগ করেন- দলীয় দৃষ্টিভঙ্গিতে নিয়োগপ্রাপ্ত ডিসি ও এসপিরা আইন নয়,পক্ষপাতিত্বের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছেন। অবিলম্বে নিরপেক্ষ প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ না দিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি।

তিনি আরও বলেন,দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর প্রার্থিতা বাতিল করা হলেও একই অভিযোগে অন্য দলের প্রার্থীদের বৈধ ঘোষণা করা হয়েছে।

 

প্রচার-প্রচারণায় বৈষম্যের অভিযোগ তুলে ডা. তাহের বলেন,একটি দলকে রাষ্ট্রীয় ও প্রশাসনিকভাবে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। বিটিভির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি এবং সব দলের জন্য সমান প্রচারণার সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রসঙ্গে তিনি বলেন, একটি দল নির্বাচনের সময়ে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ করছে,যা স্পষ্টভাবে আচরণবিধির পরিপন্থী। এ বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

 

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের দাবি জানিয়ে ডা.তাহের বলেন- নির্বাচন কমিশন নীতিগতভাবে সম্মত হয়ে ৯০ শতাংশ কেন্দ্রে সিসিটিভি বসানোর কথা জানিয়েছে। তিনি বলেন,নির্বাচন যদি পাতানো হয়,তাহলে দেশ আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

“লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত”

আপডেট: ১০:৩৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

“লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত”

 

মোঃ রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক:

 

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করতে পারলে আসন্ন জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

 

আজ ৭ জানুয়ারি (বুধবার) বিকাল ৩টায় তার নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

 

সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে ডা.তাহের বলেন, একই আইন ও একই মামলায় ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দিয়ে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, যা বৈষম্যমূলক। তিনি অভিযোগ করেন- দলীয় দৃষ্টিভঙ্গিতে নিয়োগপ্রাপ্ত ডিসি ও এসপিরা আইন নয়,পক্ষপাতিত্বের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছেন। অবিলম্বে নিরপেক্ষ প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ না দিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি।

তিনি আরও বলেন,দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর প্রার্থিতা বাতিল করা হলেও একই অভিযোগে অন্য দলের প্রার্থীদের বৈধ ঘোষণা করা হয়েছে।

 

প্রচার-প্রচারণায় বৈষম্যের অভিযোগ তুলে ডা. তাহের বলেন,একটি দলকে রাষ্ট্রীয় ও প্রশাসনিকভাবে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। বিটিভির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি এবং সব দলের জন্য সমান প্রচারণার সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রসঙ্গে তিনি বলেন, একটি দল নির্বাচনের সময়ে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ করছে,যা স্পষ্টভাবে আচরণবিধির পরিপন্থী। এ বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

 

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের দাবি জানিয়ে ডা.তাহের বলেন- নির্বাচন কমিশন নীতিগতভাবে সম্মত হয়ে ৯০ শতাংশ কেন্দ্রে সিসিটিভি বসানোর কথা জানিয়েছে। তিনি বলেন,নির্বাচন যদি পাতানো হয়,তাহলে দেশ আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে যাবে।