নবীগঞ্জের আউশকান্দিতে হেরা ব্রিকসের অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের ২ লক্ষ টাকা জরিমানা
- আপডেট: ০৭:২৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৩১

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জের আউশকান্দি সদরাবাদ মহাম্মদপুর এলাকায় অবস্থিত হেরা ব্রিকসে অবৈধ ভাবে ইট ভাটা পরিচালনা করার দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল (৪ ডিসেম্বর) বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয় ও হবিগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেমের নেতৃত্বে যৌথভাবে নবীগঞ্জের হেরা ব্রিকস এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের কোন বৈধ কোন কাগজপত্র দেখাতে পেরেনি ইট ভাটা কর্তমপক্ষ। এছাড়াও পরিবেশন দুষণের মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে ইট তৈরী করে আসছিলেন। অভিযানকালে তার সত্যতা পায় ভ্রাম্যমান আদালত। এসব অভিযোগে হেরা ইট ভাটার ম্যানেজার এমদাদকে ২ লাখ জরিমানা করা হয়। ভ্রাম্যমান অভিযান পরিচালনাকালে প্রসিকিউশন প্রদান করেন, হবিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক হরিপদ চন্দ্র দাশ। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ- পরিচালক ড. মোঃ ইউসুফ আলী সহ অন্যান্যরা। অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন, হবিগঞ্জ সদর থানা পুলিশ।
ভ্রাম্যমান সূত্র জানাযায়, জেলায় সক্রিয় ও পরিবেশ অধিদপ্তরের তালিকাভুক্ত ৯০টি ইটের ভাটা রয়েছে। এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার শরীফাবাদ এলাকার সানসাইন অটোব্রিকস ও নবীগঞ্জের আউশকান্দি এলাকার গ্রীন সয়েল অটো হিরো ব্রিকস পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ণ প্রক্রিয়াধীন রয়েছে। এই প্রক্রিয়াধীনকে ইস্যু করে তারাও দীর্ঘদিন অনেকটা অনিয়ম ভাবে ইট তৈরী করছেন। বাকি ৮৮টি ইট ভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স অবৈধ। অবৈধ ইট ভাটা নির্মাণ করে দীর্ঘদিন অবৈধ ভাবে ইট তৈরী বিক্রি করে আসছেন। এছাড়াও সদর উপজেলার ঘনবশতী এলাকায় পরিবেশ অধিদপ্তরের নিয়ম না মেনে বেশ কয়েকটি ইটের ভাটা গড়ে উঠেছে। এসব ইটের ভাটার নির্গত ধোঁয়ায় দুষিত হচ্ছে বায়ু, নষ্ট হচ্ছে কৃষি জমি, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র। আইন কানুনের কোন তোয়াক্কা না করে, নবায়নকৃত লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ভাটাগুলো চালু রেখেছেন মালিকরা। সরকারি নির্দেশনা উপেক্ষা করে চলছে নতুন করে ইটকাটা ও পোড়ানোর কাজ।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জের উপ- পরিচালক ড. মো. ইউসুফ আলীর সাথে কথা হলে তিনি বলেন, অবৈধ ইটভাটার তালিকা তৈরি করে বিভাগীয় অফিসে পাঠানো হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে অভিযান পরিচালনা করা হচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। হবিগঞ্জের পরিবেশ আন্দোলনকারীদের সদর উপজেলায় ঘণবশতী এলাকায় কয়েকটি ইটের ভাটা রয়েছে। তারা পরিবেশন দূষন করে ইট তৈরী করছেন। কিন্তু রহস্যজনক কারণে এসব ইটের ভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে না। দ্রুত সদর উপজেলার ইটের ভাটাগুলো অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন পরিবেশন আন্দোলনকারীরা।




















