রাণীশংকৈলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- আপডেট: ০২:৩৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ১৮০০৪

রাণীশংকৈলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বিজয় রায়, রাণীশংকৈল
(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ক্লাব ‘ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিঃ’।
বুধবার ২১ জানুয়ারী সকালে সহকারী পুলিশ সুপার কার্যালয়ের সামনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে স্বল্প পরিসরে প্রায় শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন রাণীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস।
এসময় তার সহধর্মিনী সুকন্যা দাস পূজাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন,“শীত মানে যেমন উৎসব, তেমনি অসহায় মানুষের জন্য এটি কঠিন পরীক্ষা। ফুটপাতের মানুষের কাছে শীত যেন মৃত্যুর সামিল। উত্তরের মানুষের হাড়কাঁপানো এই কষ্ট কিছুটা লাঘব করতে এবং উষ্ণতার স্পর্শ পৌঁছে দিতে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিঃ স্বল্প পরিসরে কম্বল বিতরণের এই উদ্যোগ নিয়েছে।”



















